Bogura Cantonment,Bogura
School Code : 4351 | EIIN : 119174
বগুড়া ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর সেনা সদস্যের সন্তানদের শিক্ষাদানের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ফলশ্রুতিতে ১৯৭৭ সালের ০৪ মার্চ ০৮ একর জমির উপর অত্র প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। ০২ বছরে ০৭ টি কক্ষের নির্মাণ কাজ সমাপ্ত হলে ০৬ জন শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে ০১ জানুয়ারি ১৯৭৯ খ্রিঃ হতে প্রতিষ্ঠানটি ক্যান্টনমেন্ট বোর্ড প্রাথমিক বিদ্যালয় নামে শিক্ষাকার্যক্রম শুরু করে। শত প্রতিকূলতার মধ্যেও ১৯৮২ সালের ০১ জানুয়ারিতে বিদ্যালয়টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে। চলমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড নিম্নমাধ্যমিক স্কুলটি ১৯৮৪ সালে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল হিসেবে শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক স্বীকৃতি লাভ করে। সর্বশক্তিমান আল্লাহর অসীম করুণায় ১৯৮৫ সনে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাফল্যের এক নজির স্থাপন করে।যুগের পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনের তাগিদে ১৯৯৬ সন হতে বিদ্যালয় দু'টি শিট (প্রভাতি শাখায় ছাত্রী ও দিবা শাখায় ছাত্র) চালু হয়। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য H আকৃতি বিশিষ্ট দ্বিতল ভবন রয়েছে এবং তৃতীয় তলার অর্ধাংশের নির্মাণ কাজ সমাপ্ত জি ও সি. ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মহোদয়ের পৃষ্ঠপোষকতায় এবং সুযোগ্য পরিচালনা পর্ষদের নির্দেশনায় বিদ্যালয়টি বগুড়া জেলার এবং সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিদ্যালয় সমূহের মধ্যে একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে আত্ম প্রকাশ করেছে-যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ...................